Header Ads

নতুন বাংলাদেশ এক বছর,পরিবর্তন শুধু চেয়ারের!

 আজ ৫ আগষ্ট, বাংলাদেশের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন।ঠিক এক বছর আগে নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন এক বৈষম্যহীন বাংলাদেশে স্বপ্ন দেখেছিলো দেশের মানুষ। তবে ঠিক এক বছরে কি পরিবর্তন হলো? হ্যা এক বছর খুব একটা বেশি সময় নয় তবে এই সময়টাই শুরু, যেটা ইঙ্গিত করে আগামিতে কোন পথে চলবে। পরিবর্তন বলতে শেখ হাসিনার গত ১৬ বছরের আওমীলীগ সরকারের পতন ছাড়া উল্লেখযোগ্য কিছুই হয়নি।রবং পরিস্থিতি আরো খারাপ হয়েছে।ঠিক এক বছর আগের আজকের দিনটা ছিলো লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ড ও হত্যার মধ্যে দিয়ে। অনিয়ন্ত্রিত বিজয় উল্লাসে বিশৃংখল এক পরিস্থিতি তৈরি হয়।সেটার ধারাবাহিকতা চলছে এক বছর ধরে। মবের মাধ্যমে লুটপাট, হত্যা, ভাঙ্গচুরের মতো অন্যায় চলছেই।রাজনৈতিক পটপরিবর্তনের পর চাঁদাবাজি তার নতুন ঠিকানা পেয়েছে।সরকারি সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসা এবং স্বজনপ্রীতি। মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি মামলা বানিজ্য। রাজনৈতিক বিভেদ ও মতাদর্শে পার্থক্যে পরমতসহিষ্ণুতা অভাবে জাতিগত বিভেদ তৈরি হয়েছে।একাত্তরের স্বাধীনতার বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।ইতিহাস বিকৃতি ও দেশের মহান মানুষের অবমাননা। বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত ও সরকারের কাজের অস্পষ্টতা সরকারের দুর্বলতার প্রমান। তরুন রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি করেছে।তাদের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ড জাতিকে বিপদগামী করেছে।ক্ষমতার অপব্যবহারে দেশের মানুষের আস্থা হারিয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ংকর খারাপ অবস্থানে চলে গেছে।চুরি, ডাকাতি,ছিনতাই,লুটপাট, চাঁদাবাজি, হত্যার মতো অপরাধ মারাত্মক হারে বেড়েছে  এবং নারীর নিরাপত্তায় সরকার ব্যার্থ হয়েছে।বাকস্বাধীনতা চরম অবনতি, এদেশের বাকস্বাধীনতা এক আপেক্ষিক বিষয়। যখন যে শক্তি ক্ষমতায় সে তার বিরুদ্ধে কথা বলতে স্বাধীনতা দেয় তবে ক্ষমতাবান কখনে সমালোচনা সহ্য করতে পারে না।সাংস্কৃতিক চর্চায় অনেক বাঁধা সম্মুখীন হতে হয়ছে এই এক বছরে।দেশের মানুষের উগ্রবাদী আচরন ও অসভ্যের মতো কর্মকান্ড দেশকে পিছিয়ে নিয়েছে।বহির্বিশ্বের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে,বৈদেশিক ইনভেষ্টমেণ্ট কমেছে। ধর্মীয় মৌলবাদ বেড়েছে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে।জবরদখলে কবলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। অনেক অসঙ্গতি চুপ করে সহ্য করেও এক নতুন বৈশম্যহীন দেশের যে স্বপ্ন দেখেছিলাম তা আজ শুধুই স্বপ্ন, বাস্তবতা দেখে আতঙ্কিত। তবুও চাই ভালো থাকুক প্রিয় এই মাতৃভূমি। সকল অশান্তি, অবিচার শেষ হোক।তবে সবার আগে দেশের নাগরিকের পরিবর্তন দরকার। সবার সুচিন্তার মাধ্যমে সভ্য একটা দেশ হয়ে উঠতে পারি। নতুন করে যে সুযোগ ছিলো সেটাকে হারিয়ে ফেললাম হয়তো। দলবাজি আর ব্যাক্তিগত স্বার্থে জন্য বাংলাদেশ আজ বিপদের সম্মুখে। 

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.