আমার বিশ্বাস ও মেসির বিশ্বকাপ জয়
এটা আমার জন্য বিশেষ একটা ছবি।গায়ের জার্সিটা কিনেছিলাম সৌদি আরবের কাছে হেরে ম্যক্সিকো ম্যচের দিন,সারাদিন কাজ করে না খেয়ে চলে গেলাম জার্সি কিনতে।একটু পাগলামি তবে আমি বিশ্বাস করেছিলাম,ভরসা করেছিলাম এই জার্সি পরে মেসির দল ভালো কিছু করবেই। সোসাল মিডিয়ায় কতো হাসি হাট্টা।তবে জানিনা কোন যেন মনে হচ্ছিলো ভালো কিছু ঈশ্বর অবশ্যই দিবে।ছবিটা তোলার সময় ভালো লাইট পেতে আমি আমার রুমমেইট এর গায়ে বসে ছবিটা তুলেছিলাম 😂 ভেবেছিলাম ম্যচটা জিতলেই ছবিটা দিবো। জিতলাম তবে মনে হলো গ্রুপ স্টেজ পার হলেই, সুপার সিক্সটিনথ গেলো কোয়াটারে জিতলো ভাবলাম এবার ছবিটা দিয়ে মেসির পাগল ভক্তের আচরণ প্রকাশ করি 😁 কারন ওপাসে টকসিক ব্রাজিল হেরেছে। আসার পাল্লাটা আরো ভারি হলো ভাবলাম সেমটা জিতবো এর পর,সেমি ফাইনালেও জিতলাম। তবে সবাই আবার আর্জেন্টিনাকে ছোট করে কথা বলা শুরু করলো।মনে মনে ভাবলাম ঈশ্বর অবশ্যই এবারের স্বপ্ন পূরন করবে।মেসির হাতে বিশ্ব কাপের সোনালী ট্রফিটা উঠবে এবং ছবিটা পোস্ট করবো 🥰 ঈশ্বর সত্যি দয়ালু তিনি আমাদের প্রার্থনা শুনেছেন।মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো।গ্রুপের প্রথম ম্যাচ হেরে যে দল বিশ্বকাপ আসর থেকে চলে যে সেই দল মেসির নেতৃত্বে আসরের সেরা। ২০২২ সালটা আমার জন্য অনেক নতুন কিছু অভিজ্ঞতা এবং অর্জনের 😍 ধন্যবাদ ২০২২
No comments