সবুজ মায়ায় আমাদের আড্ডার সময় | গানে গানে সময়, সাতুরিয়া গ্রাম, কোটালিপাড়...
আমাদের সবুজ বাংলাদেশ।নিরিবিলি এলাকা।জনশূন্য। ভালো সময়।। কোটালিপাড়া এর সাতুরিয়া গ্রামে।
# বিশেষ কথা :–
কথা১ : ইফতারি মানে আমাদের এই বন্ধুদের আড্ডা এই।এই সময় মনে হলো বিকালে কিছু ইফতারির মতো খাওয়া দাওয়া করি,তাই এটার নাম ইফতার আড্ডা দিয়েছি।
কথা ২: ইফাতরের সময় এমন গান বেমানান আর বেখাপ্পা। এর জন আন্তরিক ভাবে দুক্ষিত! আসলে এখানে আমরা যারা ছিলাম কেউ রোজাদার নয়।মানে কেউ ইসলাম ধর্মীয় ছিলো না।
কেউ কিছু যদি মনে করেন তবে সত্যি আমি দুক্ষিত। এটা আমদের বন্ধুদের বিকেলের আড্ডার সময় এই কেবল।
কথা ৩: কারো মনে যদি প্রশ্ন থাকে লকডাউন এর সময় কেন এভানে বাইরে।
তাদের কাছে আমি বলবো,এখনে আমারাদের সবার পাশাপাশি বাসা আর আমরা আমাদের সাথে ছাড়া অপ্রয়োজনীয় কোন কিছুতে বাইরে যাই না। আর যে এলাকায় আসছি এটা অনেক নিরব,জনশূন্য প্রায়।আসলে এখানে তেমন মানুষ আসে এই না।তাই যায়গাটা নিরাপদ বলেই মনে হয়।
# ধন্যবাদ
No comments