আমাদের ভাষা প্রয়োগ !
আজ ২১ ফেব্রুয়ারী!
আমি অমর একুশে বা আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা দিতে আসি নি।একটা অনুরোধ করতে আসছি।
আমি কে কেমন ভাষায় বললো,কে ভাষাকে বিকৃত করলো তাও বলবো না।
শুধু বলবো আমাদের ভাষা ব্যবহারটা একটু সুন্দর করে করি।মানে আমারা আমাদের সাথে যখন অন্য কারো কথা হবে এই কথোপকথোন যেন একটু স্বাভাবিক আর সুন্দর থাকে।রাগে, দাম্ভিকতায় অথাবা মস্তিষ্ক বিকৃত অবস্থায় কারে সাথে কি ভাবে কথা বলি ভাবি কি একবার?? বাসে ৫ টাকার জন্য বা অন্য কারনে।রিক্সা চালকের সাথে,আমার চেয়ে নিচের পদের কারো সাথে।বা আমার থেকে কম শক্তিশালী কারো সাথে। আমার চেয়ে কম ক্ষমাশীলতা কারো সাথে।এসব বাদ দেই আমার পাসের বন্ধু, পরিবারের কেউ বা প্রতিবেশী।
, এসব মানুষের সাথে কিভাবে কথা বলছি?? আমারা এমন করে কথা বলবো না যেটা অন্য কারো অসম্মান হয়!কেউ কষ্ট পায়,রাগারাগি হয়!! আমার চাইলেই একটু সুন্দর করে ভাষা ব্যবহার করতে পারি মানে সুন্দর করে কথা বলতে পারি তাই না!তাতে আরো সুন্দর হতে পারে আমাদের সম্পর্ক গুলো।আমার পাশের সব কিছু। আমিও একটা সাধারণ মানুষ হয়তো আমিও ভুল করতে পারি, তবে সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাষায় প্রয়োগের ক্ষেত্রে সচেতন হতে।ভাবুন একবার আমারাই একমাত্র জাতি আমাদের একমাত্র ভাষা যার জন্য আমদের রক্ত দিয়েছি, প্রান দিয়েছি।ভালোবাসি বাংলা ভালোবাসি বাংলা ভাষা।
আমি অমর একুশে বা আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা দিতে আসি নি।একটা অনুরোধ করতে আসছি।
আমি কে কেমন ভাষায় বললো,কে ভাষাকে বিকৃত করলো তাও বলবো না।
শুধু বলবো আমাদের ভাষা ব্যবহারটা একটু সুন্দর করে করি।মানে আমারা আমাদের সাথে যখন অন্য কারো কথা হবে এই কথোপকথোন যেন একটু স্বাভাবিক আর সুন্দর থাকে।রাগে, দাম্ভিকতায় অথাবা মস্তিষ্ক বিকৃত অবস্থায় কারে সাথে কি ভাবে কথা বলি ভাবি কি একবার?? বাসে ৫ টাকার জন্য বা অন্য কারনে।রিক্সা চালকের সাথে,আমার চেয়ে নিচের পদের কারো সাথে।বা আমার থেকে কম শক্তিশালী কারো সাথে। আমার চেয়ে কম ক্ষমাশীলতা কারো সাথে।এসব বাদ দেই আমার পাসের বন্ধু, পরিবারের কেউ বা প্রতিবেশী।
, এসব মানুষের সাথে কিভাবে কথা বলছি?? আমারা এমন করে কথা বলবো না যেটা অন্য কারো অসম্মান হয়!কেউ কষ্ট পায়,রাগারাগি হয়!! আমার চাইলেই একটু সুন্দর করে ভাষা ব্যবহার করতে পারি মানে সুন্দর করে কথা বলতে পারি তাই না!তাতে আরো সুন্দর হতে পারে আমাদের সম্পর্ক গুলো।আমার পাশের সব কিছু। আমিও একটা সাধারণ মানুষ হয়তো আমিও ভুল করতে পারি, তবে সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাষায় প্রয়োগের ক্ষেত্রে সচেতন হতে।ভাবুন একবার আমারাই একমাত্র জাতি আমাদের একমাত্র ভাষা যার জন্য আমদের রক্ত দিয়েছি, প্রান দিয়েছি।ভালোবাসি বাংলা ভালোবাসি বাংলা ভাষা।
No comments