Header Ads

আবহাওয়ার সকল ওয়েবসাইট একসাথে। নিজেই আবহাওয়াবিদ হয়ে যান। 🌦


আমার প্রিয় কয়েকটা ওয়েবসাইট দেয়ায় আছে এর মাধ্যমে আবহাওয়ার সকল খবর নিজে নিজে ইন্টারনেট থেকে জানা যাবে।🌩🌦

  1# Ventusky:  (10★)
 
আমার সবচেয়ে প্রিয় ওয়েবসাইট। এটায় স্যাটালাইট ভিউ এর মতো করে সারা বিশ্বের আবহাওয়া দেখা যায়।ঝড় হলে বা বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে। তাপমাত্রা কেমন কোথায়।কোথায় তুষার পড়ছে,বজ্রপাত। সব কিছু ম্যাপ বা মানচিত্রের মাধ্যমে দেখা যায়।
এমনকি পরবর্তীতে কেমন আবহাওয়া থাকবে তাও দেখা যায়। 
(আমার অন্যতম প্রিয় ওয়েবসাইট হলো  Zoom Earth )
 
 
https://www.ventusky.com

***************************************************************

  2# AccuWeather : (5★)
এটা বাংলায় ব্যবহার করা যায়।অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট। বাংলায় নিদিষ্ট কোন এলাকায় নাম লিখে Searching করলেই পাওয়া যাবে।অবশ্য জেলার নাম দিয়ি দিকে ১০০% নিশ্চিত আসবে।আর আগামি সময়,পরবর্তী দিন গুলো কোথায় কেমন আবহাওয়া থাকবে রোদ থাকবে নাকি বৃষ্টি থাকবে জানা যায়।এবং বর্তমানে কেমন তাপমাত্রা, বৃষ্টি নাকি রোদ সকল তথ্য জানা যাবে।এটায় স্যাটালাইট মাধ্যমে আবহাওয়ার ছবি দেখা যায়।তবে তথ্য বেশি পাওয়া যায়

 https://www.accuweather.com 

🌦ওয়েবসাইটি বাংলায় দেখতে:  https://www.accuweather.com/bn

*********************************************************************

3# Windy.com: (7★)
 এটার মধ্যমেও স্যটেলাইট ভিউ পাওয়া যাবে।ম্যপের মথামে কোন এলাকায় কেমন আবহাওয়া, কত ডিগ্রি তাপমাত্রা। এবং পরবর্তী দিন গুলে,পরবর্তী সময় কেমন আবহাওয়া চিত্র থাকবে তা দেখা যায়।এটাও অনেক জনপ্রিয়। Vantusky এর মতোই।ভালোই লাগে ...
 
 
https://www.windy.com

*******************************************************************

4# Zoom Earth : (10★)

 এটাকে আমার এক নম্বরে রাখা উচিত ছিল। এতো ভালো আর কোনো ওয়েবসাইটে নেই। গুগল এর প্রোডাক্ট বলে কথা। খুবেই ভালো ও ডিটেলে সব দেয়া আছে। আলাদা একটা সুবিধা হলো ,এটাতে হিট ম্যাপ আছে ,মানে কোনো একসিডেন্ট এ আগুন লাগলে ,ম্যাপ এর মধ্যে সাথে সাথে দেখা যায় ম্যাপ এর কোন এরিয়াতে গরম।Satellite( স্যাটেলাইট) , Radar(রেডার),Precipitation(বৃষ্টিপাতের পরিমাণ),windy(বাসাত প্রবাহ),Temperature(তাপমাত্রা) , Humidity (আদ্রতা) সব কিছুই আছে। 

https://zoom.earth

************************************************

  5# weather.com:(5★)
আবহাওয়া সংবাদ জানা যায় এবং স্যটেলাইট ভিউ সহ আবহার ভিত্তিক অনেজ তথ্য আছে।
https://weather.com

**************************************************************************   
6#  BBC Weather: (5★)
আবহাওয়া সংবাদ জানা যায় এবং স্যটেলাইট ভিউ সহ আবহার ভিত্তিক অনেজ তথ্য আছে।
 BBC Weather News 
https://www.bbc.com/weather  

************************************************************************

  7#  National Weather Service: (3★)
https://www.weather.gov  


*************************************************************************

আসা করি এই গুলে অনেক উপকার করবে।🌤
এগুলে ছাড়াও অনেক ওয়েবসাইট আছে।🙂

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.