Header Ads

ডিম আর ময়দার মাখামাখি | �� একটা দারুন Birthday Party ��| Kamrul | Omi ��

                                                                     একেই বলে বন্ধুত্ব,একেই বলে বন্ধুদের ভালোবাসা।কামরুল আর অমির Birthday party 30/01/2019 তারিখ ছিলো।সবাই অনেক মজা করেছি।প্রথমে ঝিগাতলার একটা রেস্টুরেন্ট এ Birthday কেক কাটলাম, তারপর দুই বন্ধু ট্রিট দিলো।পরে ধানমন্ডি লেকে এসে ওদের ডিম দিয়ে মাখিয়ে দেয়া হলো।পরে ৩২ নম্বরে গিয়ে আবার তাখন ময়দা আর ডিম মাখামাখি। ব্যপারটা বিদ্ঘুটে হলেও। অনেক আনন্দ করেছি সবাই মিলে।পাপ্পু পাস কাটিয়ে চলে যাচ্ছিলো তখন ওরে সবাই মিলে দেই।শেষে বাকি ছিলো তপু,ওরে ওর বাসায় গিয়ে দিয়ে আসা হয়।দারুন মজা করেছি।

১/নিয়ামুল সিফাত


 ২/কামরুল 

৩/অমি 

৪/আচল 

৫/মাহবুব 

৬/অন্তর 

৭/অনল 

৮/শান্ত 

 ৯/তপু 

১০/সুমন 

১১/রিফাত 

১২/চৈতী 

১৩/সজল(আমি)

 তোরা ছিলি, তোরা আাছিস, জানি তোরাই থাকবি।বন্ধু...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.