Header Ads

কবিতা : বৃষ্টির ফোটায় তুমি

বৃষ্টির ফোটায় তুমি
       - সজল বৈদ্য


জানো গো ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে
 রাত এখন চারটে বেজে চৌত্রিশ মিনিট।
 এটাকে সকাল রাত বলতে পারো।
 সমানে পরীক্ষা তাই পড়ার অযুহাতে রাত জেগে আছি।
 ডিসেম্বর মাস শীত পড়ে গেছে। 
তবে ঢাকায় শীত আর গরম তফাত করা কঠিন। 
ডিসেম্বরের শেষ দিক,আজ সারাদিন বৃষ্টি হলো। 
আর জানোইতো বৃষ্টি আমি কতটা ভালোবাসি। 
বৃষ্টি হলে মাটি থেকে আলাদা একটা গন্ধ হয়। 
কখনো কি পেয়েছ এই গন্ধ ? 
তবে আমার এই গন্ধটা খুব ভালো লাগে।
 বৃষ্টির শীতলতায় আমার মনটা আরো শীতল হয়ে যায়। 
এই নিরব পৃথিবীতে যখন শুধু বৃষ্টির শব্দ শুনতে পাই, 
আর শীতল বাতাস যখন আমাকে স্পর্শ করে, 
আমি তখন যেন এক ভলোবাসার দুনিয়ায় হাড়িয়ে যাই। 
একটা অদ্ভুত ভালোলাগা কাজ করে।
 মনটায় তখন শুধু স্বপ্নের তোমাকে খুজে।
 আমার সকল ভালোবাসা যেন তখন মুক্তির জন্য ছটফট করতে থাকে।
 তবে থমকে থাকে তেমার অনুপস্থিতিতে। 
 তার পরেও ভালবাসি অজানা এক ভালোবাসকে। 
দীর্ঘ একটা নিশ্বাসে শীতল বাতাস আমার শীরকে আরো শীতল করে।
 সব শেষে মনকে বলি ,
অনুভব হয়ে আছো তুমি। 
হয়তো লুকিয়ে ছিলে ঐ বৃষ্টির ফোটায়।।

(17/ 12/2018 4:50 am )
Pictture-Internet & Edit
Sajal Baidya

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.