স্বার্থের হিংস্র নেশা
পৃথীবির মানুষ গুলো কত বড় অদ্ভুত স্বার্থপর। তাই না?নিজের ভালোলাগার জন্য,নিজের স্বার্থের পাওয়ার জন্য কেউ আমারা সিংহের চেয়ে বেশি হিংস্র হই,ছলনা করি,পাপ জেনেও পাপ করি,মিথ্য বলি, খারাপ কাজ জেনেও খারাপ কাজ করি,অন্যায় জেনেও অন্যায় করি।স্বার্থের হিংস্র নেশায় কাছের মানুষেরর কথাও ভুলে যাই।
আর এই স্বার্থের জন্য মানুষ হিসেবে ততটা নিচু হই আমারা।
আর এই স্বার্থের জন্য মানুষ হিসেবে ততটা নিচু হই আমারা।
No comments