Header Ads

আহা কি আনন্দ আকাশে বাতাসে!!



দারুন একটা দিন কাটালাম সবাই মিলে।বৃহস্পতিবার(১৮/০১/২০১৮) আমাদের ক্লাস বন্ধ ছিলো।আগের রাতে আমদের CR মিরাজ বললো খেলতে যেতে,আমি আর না করলাম না।ইচ্ছা ছিলো আমার যাবার।আগের রাত থেকেই আমার প্রস্তুতি শুরু হয়ে গেছিলো।আমার জুতো রেডি করলাম আর ব্যগে জল,জামা,সানগ্লাস, টুপি,হেডফোন...সব কিছু রেডি করেই রেখেছিলাম।সকলে এলার্ম দিয়ে রেখেছিলাম,,রাতে ঘুমানোর পর একটু সময় পরপর উঠে যাচ্ছিলাম খেলতে যাবো বলে।খুব ভোরে উঠেই হালকা কিছু খেয়ে রওনা হলাম।সকাল ৮:৩০ এ যাবা কথা থাকলেও সবার দেড়ির কারনে নয়টার দিক রওনা হই।সবাই মিলে রাস্তায়েই প্রাকটিস শুরু করে দেই।তারপর সবাই মিলে বাসে উঠি।মি,পাপ্পু(pappu),মিরাজ,আহসান সজল,মিদুল দাস জসি,মটু তানভির(তনু),পাতলু তানভির,নাজমুল হাসান সিফাত,সুমন,অন্তর,উম্মে কুলসুম,চৈতি,রোকসানা আর আমি সজল বৈদ্য সবাই মিলে বাসে রওনা হই।
পরের বাসে সিফাত রিতি আর আচল আসে।আমার পাশের সিটে বসে আমার ভ্রমন সঙ্গী হয়ছিলো আমার বন্ধু রোকসানা।হেডফোনে গান শুনতে শুনতে রওনা হই।দারুন একটা ভ্রমন হয়েছিলো।চলতে চলতে বাসে অনেক মজা করি।

শেষ মেষ আমাদের Daffodil International University, permanent camps এ পোছাই।এটা আশুলিয়াতে।
অনেক সুন্দর ক্যাম্পাস। সবুজ ক্যম্পাস। কিছু সময় ক্যম্পাসে ঘোরাঘুরি করি আর কিছু ছবি তুলি।আমাদের ধনমনন্ডি মেইন ক্যম্পাস তো কয়োকটা বল্ডিং মাত্র।


এরপর ওখানের ছাত্রদের সাথে একটা ম্যচ খেলি।এখানে আসার মুল কারন হলো আই সেকশন (I -section) এর সাথে আমদের ডি সেকশনের (D section) ক্রিকেট ম্যচ।আমার প্রথমে ব্যট করি।আমরা এক উইকেট হাড়িয়ে১৩৬ রান করি।১৪ ওভারে খেলা। সজল আর নিয়ামুল ওপেন ব্যটে নামে।নিয়ামুল ভালো ব্যাটিং করে।আহ. সজল আউট হলে পাপ্পু(pappu) নামে।দুজনেই ভালো ব্যটিং করে।নিয়ামুল ৫৫ এবং পাপ্পু(pappu) ৪৫ রান করে ইনিংস শেষ করে।আমাদের ব্যটিং এর সময় আমি আম্পায়ারিং করি।


ম্যচের পুরটায় খুব মনোযোগ দিয়েছিলাম আমি।আমি দুই ওভার বলিং একরে একটি উইকেট নিলেও দ্বিতীয় ওভারটায় খুব বাজে ভাবে রান দেই। তবে মিরাজ,আহ. সজল ভাললই বলিং করে।তবে শেষ ওভারটা ছিলো চমক। সত্যই অসাধারন।ওমি বলিং করতে আসে।শেস ছয় বলে পাচ রান লাগবে এমন সিচুয়েশনে।কয়েট বল ডট দেয়।শেষ বলে দুই রান দরকার ওদের জয় পেতে।তখন আবার ডট বল,অবশেষে এক রানের জয় পাই।খেলা শেষে আমরা সবাই এতো মজা করছি,আনন্দ করছি তা বলে বুঝানো যাবে না।অনেক সেলফি তুলি। 

 মজা করতে করতে আমার সবাই খাওয়ার কথাই ভুলে গিয়েছিলাম।ক্যাম্পাসেরর কেনটিনে খাবার না থাকায় বাইরের ছোট্ট একটা খাবারে দোকান থেকে সবাই মিলে ডাল ভাত আর আলু ভর্তা খাই।এটাও অনেক মজার।সবাই একসাথে মিলে খাচ্ছি।


সব কাজ শেষ এবার যাবার পালা।তবে এখনেই হলো সমস্যা।আমাদের ভার্সিটির যে বাস গুলো চলে তা নাকি চলবে না।যা যাবে তাতে সিট পাওয়া যাবে না দারিয়ে যেতে হবে।আমারা সবাই ওখানকার বাসে দায়িত্বে থাকা লোকদের সাথে কথা বলে জানতে পারি যে আমাদের বাস দেয়া হবে তবে একটা অপেক্ষা করতে।কি আর করা যায়।তারপর সবুজ মাঠে বসে সাবাই মিলে গল্প করি।সুবুজ ঘাসে কিছু সময় শুয়ে থাকি।ক্লান্ত শরীরটা কিছুটা বিশ্রাম পায়।এই সময় টুকু সবাই মিলে আড্ডা মেরে কাটাই।


কয়েকজন অন্য বাচে চলে গেছিলো |আমদের ধানমন্ডি পৌছে দিবে এমন একটা বাস পাই।সবাই ওটাতে উঠি।আমার পাশের সিটে ছিলো UK ( উম্মে কুলসুম).।খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়ি।আর পিছনে ওরা গান গেয়ে মজা করে।অবশেষে ধানমন্ডি ক্যম্পাসে এসে সবাই মিলে পুড়ি খেয়ে যে যার বাসায় যাই।তবে শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছিলো আর ব্যথা করছিলো। ব্যথা শরীর নিয়ে এই লেখাটা লিখলাম। তবে যাই হোক অনেক মজার ছিলো দিনটা।😊


[video............]






1 comment:

Theme images by enjoynz. Powered by Blogger.