Header Ads

একটা ঘটনা শেয়ার করছি।


আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি।
ভার্সিটি শেষে কিছু কাজের জন্য কাওরানবাজার গেয়িছিলাম আজ।আমার স্বভাব সরুপ কোথায়ো গেলে একটু ঘুরেফিরে না দেখলে মন ভরে না।তাই পান্থপথ তেজগাঁও লিঙ্ক রোড দিয়ে হেটে হাতিঝিলের দিক যাচ্ছিলাম।তখন আমার চোখে পড়লো একটা মাঝ বয়সী লোক হাত জোড় করে কান্না করছে,দেখেই আমার মনে মায়া জন্মালো,সাহায্য করার জন্য তার কাছে গেলাম।পড়ে দেখলাও ওখানে জুয়া খেলে ওনি সব টাকা খুয়িছে আমি তার কাছে যেতেই চার পাচজন লোক আমাকে ঘিড়ে ধরলো।সবাই বললো গরিব মানুষ কিছু টাকা দিতে।আবার খেলা শুরু করলো তার।যারা খেলছে তারা সবাই জিতে যাচ্ছে।দেখলাম একটা লোক আমাকে বলছে আমি নাকি ১০০০ টাকা পেয়েছি।আমি কোন কথাই বলি নি ওখানে দাড়িয়ে তাদের কথা শুনছিলাম।আমি বললাম না আমি তো খেলি নি,আরেক জন বললো আমি তোমার হয়ে ধরেছি।টাকা দিতে চাইলো।১০০০ টাকা দিবে,আমি বললমা দেন তাহলে,পরে বলো আপনাকে আপনার টাকা দেখাতেতে হবে তবে পাবেন,তখনি বুঝলাম আমি একটা ফাঁদে পড়তে যাচ্ছি।আমি বললাম আমার কিছু দরকার নেই,আমার পকেটে টাকা নেই আমি যাই।যাই বলতেই কয়েকজন আমাকে বাধা দিলো,আমি বললাম আমার টাক নেই,আমাকে আটকে লাভ নেই।ওখান থেকে বের হয়ে হাতিঝিল রোডে কিছু সময় কাটানোর পর আবার ঐ পথে ফিরছিলাম তখন ব্যপারটা ১০০% পরিষ্কার হয়ে গেল।আসলে সবাই ওখানে অভিনয় করে পথিকদের ফাঁদে ফেলছে।পাশেই তো FDC তাই হয়তো অভিনয়টা ভালো করে শেখা আছে।দেখলাম যে লোকটা এর আগে হাত জোড় করে কান্না করছিলো সে আবর ঐ খেলাটা তখন চালচ্ছিলো,আর ওখানে সবাই এক এক জন অভিনয় করছে কেউ হতে ব্যগ হাতে কোন সাধারন লোক সেজেছে কেউ একটা ভদ্র মানুষের অভিনয় করছে,যারা ঐ পথে যায় তাদেরকে টার্গেট করে তাদের অভিনয়ের ফাঁদে ফেলে। তার একটা গ্রুপ হয়ে কাজ করে ওখানে।আমাকে দেখতে পেয়ে সবাই ভদ্রলোক।পুলিশ আসলে এমন ভদ্র হয়ে তাকে। কেউ একবার খেলা শুরু করলে তার টাক বের করলে সব শেষ ওখানেই।পড়ে বুঝতে পেরে আমি লুকিয়ে ছবি তুলতেই বুঝতে পারা আমি তাদের ছলনা ধরতে পেরেছি,তারা আমাকে আক্রমণাত্মক ভাবে কথা বললো,আর আমি তাড়িয়ে দিলো।মনে হলো তারা আমার পিছু নিয়েছিলো,তবে আমি খুব দ্রুত চোখোর আড়াল হয়ে যাই।ওর এভাবে সবার সাথে চিট করে যাচ্ছে বোঝার কেউ নেই।
কথা হলো সব সময় আমদের সর্তক থাকতে হবে।
মানুষের অভিনয়ের ফাদে পড়ে যেন কারো কোন সমস্যা না হয়। যাদুর শহড়ে অনেক মানুষের বাস কেউ ভালো কেউ খারাপ।তাই সর্তক হয়ে থাকতে হবে সব সময়। 😷 👍
— at কাওরান বাজার.
me => post fb link  <,=


No comments

Theme images by enjoynz. Powered by Blogger.